স্মারক নম্বরঃ তারিখঃ 21 নভেম্বর, ২০২3
বিষয়ঃ জিও-315 তারিখ-12/11/2023 মূলে 2023-24 অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রণোদনা কৃষি প্রনোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন ।
একনজরে ইউনিয়নওয়ারী বিভাজন নিম্নরুপ:
ক্রঃ নং |
ইউনিয়নের নাম |
কৃষি প্রণোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন |
মোট |
বোরো ধান (উফশী) (বিঘা/জন) |
|||
|
মৌগাতি |
420 |
420 |
|
মেদনী |
420 |
420 |
|
ঠাকুরাকোনা |
420 |
420 |
|
সিংহের বাংলা |
420 |
420 |
|
আমতলা |
420 |
420 |
|
লক্ষীগঞ্জ |
420 |
420 |
|
কাইলাটি |
420 |
420 |
|
দক্ষিণ বিশিউড়া |
420 |
420 |
|
চল্লিশা |
420 |
420 |
|
রৌহা |
420 |
420 |
|
কেগাতি |
550 |
550 |
|
মদনপুর |
420 |
420 |
|
পৌরসভা |
330 |
330 |
মোট= |
5500 |
5500 |
বিঘা প্রতি উপকরণ সহায়তা বিবরণঃ
ক্র নং |
ফসলের নাম |
বিঘা প্রতি উপকরণ সহায়তা (কেজি) |
গ্রুপভুক্ত কৃষকের সংখ্যা |
|||
বীজ |
ডিএপি |
এমওপি |
মোট |
|||
|
বোরো ধান (উফশী) |
5 |
10 |
10 |
25 |
5 জন |
নীতিমালা অনুসারে 01 (এক) জন চাষী পরিবারকে সর্বাধিক ০১ (এক) বিঘা জমির জন্য বীজ ও সার সহায়তা প্রদান করা যাবে এবং বাস্তবায়ন নীতিমালা অনুসারে উপর্যুক্ত ইউনিয়নওয়ারী বিভাজন মোতাবেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর অগ্রাধিকার তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তৈরী করবেন যাহা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি অনুমোদন করবেন । অগ্রাধিকার তালিকা আগামী 27/11/২০২3 খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটিতে জমা দেওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, তালিকা প্রস্তুতির সময় ইতিপূর্বে যে সকল কৃষক পরিবার পুর্নবাসন বা প্রনোদনা গ্রহন করেছেন তাদেরকে ব্যতিরেকে নতুন কৃষক পরিবারকে তালিকায় অর্ন্তভূক্ত করতে হবে।
(রেহনুমা নওরীন)
উপজেলা কৃষি অফিসার
নেত্রকোণা সদর, নেত্রকোণা
ও
সদস্য সচিব
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি
সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি দেওয়া হলোঃ
১। মেয়র/চেয়ারম্যান ও সভাপতি, পৌরসভা/ইউনিয়ন কৃষি পুনবার্সন বাস্তবায়ন কমিটি-------------------পৌরসভা/ইউনিয়ন, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
২। জনাব .......................................................................উপ-সহকারী কৃষি অফিসার, ................................................ব্লক। আপনাকে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করত: নির্ধারিত 27/11/2023 তারিখের মধ্যে উপজেলা কৃষি অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা দাখিল নিশ্চিত করার জন্য বলা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস