Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় নেত্রকোণা জেলার মধ্যে নেত্রকোণা সদর উপজেলা অন্যতম। সরেজমিন উইং এর কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য এই জেলা সকল শ্রেনীর কৃষকদের জন্য লাগসই ও টেকসই উন্নত কৃষি প্রযুক্তি বিস্তারের এ মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হলেও কৃষকদের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, আলু ও শাক সব্জীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধমে বিগত তিন বছরে (2019-20 অর্থবছর, 2020-21 অর্থবছর এবং 2021-22 অর্থবছর) এ উপজেলায় চালের মোট উৎপাদন হয়েছে 4,25,882 মেঃ টন (1,39,346+1,41,170+1,45,366)। চলতি (২০২1-২2) অর্থবছরে করোনা সংকট ও বন্যাজনিত ক্ষতি (1,520 হেক্টর) মোকাবেলা করেও মোট খাদ্য শস্য (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়েছে 1,45,655 মেঃ টন (1,45,366+195+94)। এছাড়াও ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচীর আওতায় এই উপজেলা হতে 34,135 জন/বিঘা কৃষককে বিনামূল্যে বীজ, সার সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহারবৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। 

আপডেট রিপোর্ট