স্মারক নংঃ ১২.১৮.৭২৭৪.০৪১.২৩.০৩৮.২২ তারিখঃ 13/10/২০২২ খ্রিঃ
বরাবর
প্রকল্প পরিচালক
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
১ম বিল্ডিং (৭ম তলা), খামারবাড়ি
ফার্মগেট, ঢাকা-১২১৫।
বিষয়ঃ অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক ০২ (দুই) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানের সময়সূচী।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২2-২3 অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক ০২ (দুই) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ক্রঃ নং |
কৃষক/কৃষানীর সংখ্যা (জন) |
তারিখ |
সময় |
প্রশিক্ষণের স্থান |
১ |
৩০ |
১9/10/২০২২ বুধবার ও 20/10/২০২২ বৃহষ্পতিবার |
সকাল ০৯:০০ টা হতে বিকাল ০3:০০ টা |
কৃষি প্রশিক্ষণ হল রুম, সদর, নেত্রকোনা |
(সাবিনা ইয়াছমীন)
উপজেলা কৃষি অফিসার
নেত্রকোণা সদর, নেত্রকোণা
সদয় অবগতির জন্য অনুলিপি দেওয়া হলোঃ
১। অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ
২। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
৩। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
৪। উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক (চল্লিশা/ বাঘড়া/ আমতলা/ দেওপুর/ বালি/ কাইলাটি/ বাইশদার/ বিরামপুর/ বায়রাউড়া/ বনগাও/ কাঞ্চনপুর/ মেদনী/ বরোয়ারী/ ঠাকুরাকোনা/ কারলী) হতে সর্বমোট ৩০ (ত্রিশ) জন পূর্বে মনোনয়নকৃত কৃষক ও তার স্ত্রীগণকে নির্ধারিত তারিখ ও সময়নুযায়ী প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিতি নিশ্চিত করার নির্দেশসহ।
৫। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস