Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সদর নেত্রকোণা ইফনাপ প্রকল্পের ০২ দিনব্যাপী কৃষক কৃষাণী ট্রেনিং
বিস্তারিত

 

স্মারক নংঃ ১২.১৮.৭২৭৪.০৪১.২৩.০৩৮.২২                                                                                                                       তারিখঃ 13/10/২০২২ খ্রিঃ

 

বরাবর

প্রকল্প পরিচালক

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

১ম বিল্ডিং (৭ম তলা), খামারবাড়ি

ফার্মগেট, ঢাকা-১২১৫।

 

বিষয়ঃ অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক ০২ (দুই) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানের সময়সূচী।

 

           উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২2-২3 অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক ০২ (দুই) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

ক্রঃ নং

কৃষক/কৃষানীর সংখ্যা

(জন)

তারিখ

সময়

প্রশিক্ষণের

স্থান

৩০

১9/10/২০২২

বুধবার

20/10/২০২২

বৃহষ্পতিবার

সকাল ০৯:০০ টা

হতে

বিকাল ০3:০০ টা

কৃষি প্রশিক্ষণ হল রুম, সদর, নেত্রকোনা

      

            

 

 

 

(সাবিনা ইয়াছমীন)

উপজেলা কৃষি অফিসার

নেত্রকোণা সদর, নেত্রকোণা

 

সদয় অবগতির জন্য অনুলিপি দেওয়া হলোঃ

 ১। অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ

 ২। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।

 ৩। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।

 ৪। উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক (চল্লিশা/ বাঘড়া/ আমতলা/ দেওপুর/ বালি/ কাইলাটি/ বাইশদার/ বিরামপুর/ বায়রাউড়া/ বনগাও/ কাঞ্চনপুর/ মেদনী/ বরোয়ারী/ ঠাকুরাকোনা/ কারলী) হতে সর্বমোট ৩০ (ত্রিশ) জন পূর্বে মনোনয়নকৃত কৃষক ও তার স্ত্রীগণকে নির্ধারিত তারিখ ও সময়নুযায়ী প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিতি নিশ্চিত করার নির্দেশসহ।

 ৫। অফিস কপি।

 

 

প্রকাশের তারিখ
13/10/2022
আর্কাইভ তারিখ
01/10/2026

আপডেট রিপোর্ট