স্মারক নংঃ 12.18.7274.041.11.012.23- তারিখঃ 16/01/2023
খুচরা সার বিক্রেতা নিয়োগ বিজ্ঞপ্তি
28/12/২০22 খ্রিঃ তারিখে অনুষ্ঠিত উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংযুক্ত ছকে প্রদত্ত ইউনিয়নের শূন্য ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক খুচরা সার বিক্রেতা নিয়োগ করা হবে। অত্র উপজেলায় সংশ্লিষ্ট ইউনিয়নের আগ্রহী ব্যক্তিগনকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি, নেত্রকোণা সদর, নেত্রকোণা বরাবর 23/01/2023 খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ক্রঃ নং |
ইউনিয়ন |
সংখ্যা |
ওয়ার্ড ও গ্রাম সমূহ |
1 |
কেগাতি |
1 |
04 নং ওয়ার্ড- মসুয়া, কর্ণখলা |
2 |
দঃ বিশিউড়া |
1 |
05 নং ওয়ার্ড- বিয়ারালী, দুগিয়া, সিনচাপুর |
3 |
মেদনী |
1 |
01 নং ওয়ার্ড- পূর্ব মেদনী, পঃ মেদনী, কৃষ্ণপুর, রামপুর |
শর্তাবলীঃ
১। 02 (দুই) কপি ষ্ট্যাম্প সাইজের ছবিসহ সাদা কাগজে সভাপতি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি, নেত্রকোণা সদর, নেত্রকোণা বরাবর আবেদন করতে হবে।
২। আইডি কার্ডে জন্য নির্ধারিত ফি বাবদ ২০০/- উপজেলা কৃষি অফিসে জমা দিতে হবে। পরবর্তীতে বাতিলকৃত আবেদনকারীর জমাকৃত ফি ফেরৎ প্রদান করা হবে।
৩। আবেদকারীর নূন্যতম বয়স ১৮ (আঠার) বছর হতে হবে।
৪। সংশ্লিষ্ট ওর্য়াডে বিক্রয় কেন্দ্র থাকতে হবে এবং গুদামের ধারন ক্ষমতা কমপক্ষে ৫ (পাচঁ) মেঃ টন হতে হবে।
৫। দোকানে ভিট উচুঁ ও পাকা থাকতে হবে।
৬। আর্থিক স্বচ্ছলতার সনদ (ব্যাংক সার্টিফিকেট) প্রদান করতে হবে।
৭। 23/01/2023 খ্রিঃ তারিখের মধ্যে আবেদন উপজেলা কৃষি অফিসে জমা দিতে হবে।
৮। খুচরা সার বিক্রেতা হিসাবে মনোনীত ব্যক্তি পরবর্তীতে ৩০,০০০/- টাকা জামানত জমা দিয়ে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২। পৌরসভার/ইউনিয়ন, মেয়র/ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
৩। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় ট্রেড লাইসেন্স।
৪। নিজের বা ভাড়া গুদামের দলিলাদি/চুক্তি নামার ফটোকপি।
৫। ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার সনদ।
সকল কাগজপত্র সংশ্লিস্ট উপজেলার (উপজেলা কৃষি অফিস ব্যতীত) ১ম শ্রেণীর গ্রেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
(সাবিনা ইয়াছমীন)
উপজেলা কৃষি অফিসার
ও
সদস্য সচিব
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি
নেত্রকোণা সদর, নেত্রকোণা
সদয় অবগতি ও জ্ঞাতার্থে অনুলিপি দেওয়া হলোঃ
১। জেলা প্রশাসক, নেত্রকোণা।
২। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
৩। চেয়াম্যান, উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
৪ । উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
5। ভাইস চেয়াম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
6। সভাপতি (সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান), “খুচরা সার বিক্রেতা বাছাই কমিটি” ………………. ….. , ইউনিয়ন।
7। বিসিআইসি সার ডিলার……………………………. (সংশ্লিষ্ট ইউনিয়ন)
8। অত্র দপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশের কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস