উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী
বিষয়ঃ সেপ্টেম্বর ২০২3 মাসে অনুষ্ঠিত উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী
সভাপতিঃ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, নেত্রকোণা সদর, নেত্রকোণা
স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ
তারিখঃ 21 সেপ্টেম্বর ২০২৩
সময়ঃ বিকাল 4.30 ঘটিকা
সভার উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের স্বাক্ষরঃ পরিশিষ্ট “ক”
সভার সভাপতি জনাব তানিয়া তাবাসসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নেত্রকোণা উপস্থিত সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা এজেন্ডা মাফিক আলোচনার সূত্রপাত করেন।
আলোচনা-1: ইউনিয়নওয়ারী বরাদ্দ বিভাজনঃ সদস্য সচিব সভাকে অবহিত করেন যে, কৃষি মন্ত্রনালয়ের স্মারক নং-১২.০০.০০০০.০২৬.৩৮.012.২1.258 তারিখ-03/09/2023 ও নেত্রকোণা জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির স্মারক নং-১২.17.7274.041.38.107.20-2858(32) তারিখ-11/09/2023 মূলে 2023-24 অর্থবছরে রবি/2023-24 মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াঁজ, মুগ, মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিনামূল্যে সহায়তা প্রদান করার নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বরাদ্দ পাওয়া গিয়াছে। আলোচনার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াঁজ, মুগ, মসুর ফসলের আবাদ সম্ভাবনার ভিত্তিতে ইউনিয়নওয়ারী বরাদ্দ বিভাজন উপস্থাপন করার জন্য সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার, নেত্রকোণা সদর কে অনুরোধ করেন।
একনজরে ইউনিয়নওয়ারী বিভাজন নিম্নরুপ:
ক্রঃ নং |
ইউনিয়নের নাম |
কৃষি প্রণোদনা কর্মসূচীর ইউনিয়নওয়ারী বিভাজন (বিঘা/জন) |
মোট |
|||||||
গম |
ভুট্টা |
সরিষা |
সূর্যমুখী |
চিনাবাদাম |
শীতকালীন পেয়াজ |
মুগ |
মসুর |
|||
|
মৌগাতি |
25 |
10 |
225 |
0 |
0 |
5 |
0 |
0 |
265 |
|
মেদনী |
30 |
10 |
225 |
0 |
0 |
0 |
0 |
0 |
265 |
|
ঠাকুরাকোনা |
25 |
10 |
220 |
10 |
10 |
5 |
10 |
10 |
300 |
|
সিংহের বাংলা |
25 |
10 |
220 |
5 |
0 |
0 |
10 |
10 |
280 |
|
আমতলা |
25 |
10 |
225 |
10 |
0 |
5 |
0 |
0 |
275 |
|
লক্ষীগঞ্জ |
30 |
10 |
220 |
5 |
10 |
0 |
0 |
0 |
275 |
|
কাইলাটি |
30 |
10 |
225 |
5 |
0 |
5 |
0 |
0 |
275 |
|
দক্ষিণ বিশিউড়া |
25 |
10 |
225 |
0 |
0 |
5 |
0 |
0 |
265 |
|
চল্লিশা |
30 |
10 |
225 |
0 |
0 |
5 |
0 |
0 |
270 |
|
রৌহা |
30 |
10 |
225 |
0 |
0 |
0 |
0 |
0 |
265 |
|
কেগাতি |
30 |
5 |
220 |
0 |
0 |
0 |
0 |
0 |
255 |
|
মদনপুর |
30 |
10 |
225 |
5 |
0 |
0 |
0 |
0 |
270 |
|
পৌরসভা |
15 |
5 |
220 |
10 |
0 |
0 |
0 |
0 |
250 |
|
|
350 |
120 |
2900 |
50 |
20 |
30 |
20 |
20 |
3510 |
বিঘা প্রতি উপকরণ সহায়তা বিবরণঃ
ক্র নং |
ফসলের নাম |
বিঘা প্রতি উপকরণ সহায়তা (কেজি) |
গ্রুপভুক্ত কৃষকের সংখ্যা |
|||
বীজ |
ডিএপি |
এমওপি |
মোট |
|||
|
গম |
20 |
10 |
10 |
40 |
5 জন |
|
ভুট্টা |
2 |
20 |
10 |
32 |
5 জন |
|
সরিষা |
1 |
10 |
10 |
21 |
5 জন |
|
সূর্যমুখী |
1 |
10 |
10 |
21 |
5 জন |
|
চিনাবাদাম |
10 |
10 |
5 |
25 |
10 জন |
|
শীতকালীন পেয়াজ |
1 |
10 |
10 |
21 |
5 জন |
|
মুগ |
5 |
10 |
5 |
20 |
10 জন |
|
মসুর |
5 |
10 |
5 |
20 |
10 জন |
আলোচনা-২: উপজেলা কৃষি অফিসার সভায় জানান যে, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াঁজ, মুগ, মসুর এর বিনামূল্যে বীজ ও সার বিতরণের ক্ষেত্রে 01 (এক) জন চাষী পরিবারকে সর্বাধিক ০১ (এক) বিঘা জমির জন্য বীজ ও সার উপকরণ সহায়তা প্রদান করা যাবে।
সভায় নীতিমালা অনুসারে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রমিক নং |
সিদ্ধান্ত |
বাস্তবায়নকারী |
০১. |
বাস্তবায়ন নীতিমালা অনুসারে উপর্যুক্ত ইউনিয়নওয়ারী বিভাজন মোতাবেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর অগ্রাধিকার তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তৈরী করবেন যাহা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি অনুমোদন করবেন । অগ্রাধিকার তালিকা আগামী 28/09/2023 খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটিতে জমা দেওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ |
০২. |
বাস্তবায়ন নীতিমালা অনুসারে কার্য সম্পাদন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। |
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ |
০৩. |
উপরোল্লিখিত ১ থেকে ২ নং সিদ্ধান্তের কার্যক্রমসমূহের অগ্রগতি কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার, সদর, নেত্রকোনা নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করবেন এবং কর্মসূচীর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি/কমিটিকে নিয়মিত অবহিত করবেন । |
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি |
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।
(তানিয়া তাবাসসুম)
উপজেলা নির্বাহী অফিসার
নেত্রকোণা সদর, নেত্রকোণা
ও
সভাপতি
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি
স্মারক নম্বর- তারিখঃ 21 সেপ্টেম্বর, 2023
অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ
১. মাননীয় প্রতি মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মাননীয় সংসদ সদস্য - ১৫৮, নেত্রকোণা ২।
২. জেলা প্রশাসক, নেত্রকোণা।
৩. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
৪. উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
৫. মেয়র, নেত্রকোণা পৌরসভা, নেত্রকোণা।
অনুলিপি সদয় কার্যার্থেঃ
১. উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
২. উপজেলা প্রাণী সম্পদঅফিসার/সিনিয়র উপজেলা মৎস্য অফিসার/উপজেলা পল্লী উন্নয়ন অফিসার/উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, নেত্রকোণা সদর, নেত্রকোণা।
৩. জনাব .........................................................., এমপি কতৃক মনোনীত প্রতিনিধি/ এনজিও প্রতিনিধি/ কৃষক প্রতিনিধি
৪. চেয়ারম্যান,....................................ইউনিয়ন পরিষদ (সকল)।
৫. অফিস কপি।
(রেহনুমা নওরীন)
উপজেলা কৃষি অফিসার
নেত্রকোণা সদর, নেত্রকোণা
ও
সদস্য সচিব
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি